![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/amin-20250210091700.jpg)
সয়াবিন তেলের তেলেসমাতি ও রাষ্ট্রের ‘অসহায়ত্ব’
‘তেলেসমাতি’ শব্দটার ভেতরেই ‘তেল’ আছে। বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধানে (২০১২) ‘তেলেসমাতি’ শব্দের অর্থ লেখা হয়েছে ঐন্দ্রজালিক বা জাদুসম্বন্ধীয়। উদাহরণ হিসেবে ব্র্যাকেটে লেখা হয়েছে ‘তেলেসমাতি কারবার’। তার মানে তেলেসমাতির সঙ্গে কারবার বা ব্যবসার একটা সরাসরি সম্পর্ক রয়েছে। বিশেষ করে বাংলাদেশের ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে যে ধরনের তেলেসমাতি কারবার করেন—সেটি সারা বিশ্বেই বিরল।
গত শনিবারই জাগো নিউজের একটি খবরের শিরোনাম: ‘চাল-চা-আটা ছাড়া মিলছে না সয়াবিন তেল।’ খবরে বলা হয়, রোজার আগে এবারও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করা হচ্ছে সয়াবিন তেল। আবার সেই তেল কিনতে সঙ্গে নির্ধারিত অন্য পণ্যও নেওয়া করা হয়েছে বাধ্যতামূলক।