ভোজ্যতেলের সরবরাহ পর্যাপ্ত, শর্তযুক্ত বিক্রয়ে শাস্তির সিদ্ধান্ত

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০১

বাজারে ভোজ্যতেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তারপরও কেউ কেউ অন্য পণ্য ক্রয়ের শর্তে ভোজ্যতেল বাজারজাত করছে। উৎপাদক বা অন্যান্য কোনো পর্যায়ে শর্তযুক্ত বিক্রয় বা বাজারজাত করলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার।


রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে আসন্ন পবিত্র রমজানে ভোজ্যতেলের বাজারে সার্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে এক বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সভায় কমিশনের চেয়ারম্যান (সচিব) ড. মইনুল খান সভাপতিত্ব করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আবদুর রহিম খান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে অংশ নেন দেশের শীর্ষ ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।


সভায় বর্তমানে বাজারে বোতলজাত করা সয়াবিন তেলের ঘাটতি রয়েছি কি না তা নিয়ে আলোচনা হয়। এতে উৎপাদনকারীরা অংশ নেয়।


সভার সিদ্ধান্তগুলো হলো–


১. স্থানীয় বাজারে ভোজ্যতেলের কোনো ঘাটতি নেই। যা হয়েছে তা কৃত্রিম এবং প্রকৃত তথ্যের ঘাটতি থেকে সৃষ্ট। গত দুই মাসে ডিসেম্বর ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ ভোজ্যতেলের আমদানি প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে এলসিও বেড়েছে অনুরূপ হারে। অন্যদিকে বিভিন্ন উপাত্ত থেকে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য স্থিতিশীল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও