![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bdnews24-english/2024-02/373ef641-b17b-4970-ab47-beb7d45d5bea/chattogram_labour_day_300422_05.jpg)
২০২৩-২৪: চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৪.২২%, চার বছরের সর্বনিম্ন
ঘটনাবহুল ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৪ দশমিক ২২ শতাংশ বেড়েছে, যা চার বছরের মধ্যে সবচেয়ে কম।
চূড়ান্ত হিসাবে পাওয়া জিডিপি প্রবৃদ্ধির এই অংক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর করা সাময়িক হিসাবের চেয়ে ১.৬ শতাংশ পয়েন্ট কম। সাময়িক হিসাবে ৫ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি পাওয়ার আশা করেছিল সরকার।
প্রবল গণআন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছিল ৭ দশমিক ৫০ শতাংশ, যা পরে নামিয়ে আনা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশে। চূড়ান্ত হিসেবে প্রবৃদ্ধি পাওয়া গেল তার চেয়ে অনেক কম।
২০১৮-১৯ অর্থবছরে রেকর্ড ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ। এরপর আসে মহামারী। তাতে ২০১৯-২০২০ অর্থবছরে প্রবৃদ্ধি নেমে যায় ৩ দশমিক ৪৫ শতাংশে, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। এরপর ২০২৩-২০২৪ অর্থবছরেই সবচেয়ে কম প্রবৃদ্ধি অর্জিত হল।