![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/key-20250209132326.jpg)
নকল চাবি তৈরি করে মাসে আয় ৬০ হাজার টাকা
ওমর ফারুকের বয়স ৩৫ বছর। একযুগ ধরে ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় তালা-চাবি মেরামতের কাজ করছেন। প্যাড তালা মেরামতের মাধ্যমে এ পেশায় আসলেও কঠিন পরিশ্রম আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে বর্তমানে তিনি বিভিন্ন ধরনের মাইক্রো-মাইক্রোবাসের তালা-চাবি মেরামত করেন। শ্রমিক থেকে হয়েছেন মালিক। শুধু তাই নয় আরও দুইজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এই তরুণ।
সম্প্রতি ওমর ফারুক তার সফলতার গল্প ও কীভাবে এ পেশায় আসলেন তা নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন মোহাম্মদ সোহেল রানা-
বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে পুরোনো সব ঐতিহ্য। বাড়ি-গাড়ি, অফিস-আদালত স্কুল-কলেজ দোকানপাটসহ সবকিছুই নিরাপদ রাখার অন্যতম মাধ্যম তালা। তালা নষ্ট হলে কিংবা চাবি হারিয়ে গেলে মানুষকে পড়তে হয় চরম বিড়ম্বনায়। প্রয়োজন পড়ে তালা মেরামত কিংবা নতুন চাবি তৈরির। তালা মেরামত আর নতুন চাবি বানানোর কাজ শিখেই সংসার চালাতেন এক শ্রেণির কারিগর। তবে প্রযুক্তির উন্নয়নে হারিয়ে যাচ্ছে এসবের কাজ। অনেকেই এ পেশাকে পরিরবর্তন করলেও ওমর ফারুক অন্যদের মতো হারিয়ে না গিয়ে প্রযুক্তির কল্যাণে নিজেকেও করেছেন পরিবর্তন।