![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/israel-west-bank-palestine-090225-1739096783.jpg)
পশ্চিম তীরের অভিযান বিস্তৃত করছে ইসরায়েলের সেনাবাহিনী
পশ্চিম তীরের নুর শামসেও সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।
সামরিক বাহিনীর এক মুখপাত্র রোববার দখলকৃত ভূখণ্ডটিতে অভিযানের আওতা বাড়ানোর এ ঘোষণা দেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলের সামরিক বাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো গত ২১ জানুয়ারি পশ্চিম তীরের জেনিনে সন্ত্রাস-বিরোধী এক অভিযানে নামে, যাকে কর্মকর্তারা ‘বৃহৎ পরিসরে গুরুত্বপূর্ণ সামরিক অভিযান’ নামে অভিহিত করেছিলেন।
নুর শামসে অভিযানে একাধিক জঙ্গি নিহত হয়েছে, পলাতক অনেক সন্দেহভাজনকে আটক করা হয়েছে, বলেছে ইসরায়েলের সেনাবাহিনী।
এমন এক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে, যখন গাজায় হামাসের সঙ্গে তাদের ভঙ্গুর যুদ্ধবিরতির প্রথম পর্যায় চলছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সামরিক অভিযান