আয়না পরিষ্কারের আগে কয়েকটি বিষয় জেনে নিন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০
নিয়মিত আয়না পরিষ্কার না করলে ধুলাবালি জমে আয়নার ঝকঝকে চেহারা গায়েব হয়ে যায়। আবার বাথরুমের আয়না দ্রুত নষ্ট হয়ে যায় পানির দাগ ও বাষ্প জমে। তবে ঠিকঠাক পরিষ্কারের পদ্ধতি না জানলে পরিষ্কারের পরেও কিন্তু উল্টো আরও ঝাপসা দেখাবে আয়না। জেনে নিন কিছু টিপস।
- নরম কাপড় উষ্ণ পানিতে ভিজিয়ে আয়না মুছে নিন। কাপড় যেন খসখসে না হয় সে ব্যাপারে সতর্ক হতে হবে। পানি দিয়ে মোছার পর সাথে সাথে শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন।
- শেভিং ফোম অথবা শেভিং ক্রিম আয়নায় লাগিয়ে নিন। নরম কাপড়ের টুকরা দিয়ে ঘষে পরিষ্কার করুন।
- ডিস ওয়াশিং পাউডার অথবা সোপ দিয়েও পরিষ্কার করতে পারেন আয়না। সামান্য পাউডার অথবা সাবান হাতে নিয়ে পানির সাহায্যে ঘষে নিন আয়না। তোয়ালে দিয়ে পরিষ্কার করে মুছে ফেলুন।
- আয়না পরিষ্কারের সময় মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করতে পারেন। তবে তা অতি অবশ্যই পরিষ্কার হতে হবে। না হলে আয়না আরও নোংরা হয়ে যাবে।
- ত্বকের জন্য ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ টোনার ব্যবহার করতে পারেন আয়না পরিষ্কার করার কাজে। টোনার স্প্রে করে পরিষ্কার ও নরম কাপড় দিয়ে মুছে ফেলুন আয়না। পরিষ্কার হয়ে যাবে ঝটপট।
- আয়না পরিষ্কারের জন্য ভিনেগার, গ্লাস ক্লিনার অথবা স্টিম ক্লিনার ব্যবহার করতে পারে। তবে শক্তিশালী রাসায়নিক আছে এমন উপাদান ব্যবহার করবেন না। এতে আয়না ক্ষতিগ্রস্ত হতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- পরিষ্কারের উপায়
- আয়না