![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025February/nazrul-islam-khan-20250209173754.jpg)
সোমবার প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বিএনপি
জাতীয় নির্বাচনের জন্য মে ও জুন মাসে পরিপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করবে নির্বাচন কমিশন। এ আলোকে সোমবার প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বিএনপি।
রোববার (৯ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, আমরা নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। আগামী মে-জুন মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পরিপূর্ণ করবে ইসি। তবে কবে জাতীয় নির্বাচন হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ইসির। সোমবার বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ইসি সঠিকভাবে কাজ করছে। ৩০ লাখ নতুন ভোটার যুক্ত হবে, এটা আগে বাদ পড়েছিল। এর মধ্যে ১৫ লাখ বাদ যাবে কারণ তারা মারা গেছে। তবে বিদ্যমান তালিকায় ভোটার বাড়বে।