![](https://media.priyo.com/img/500x/https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/09/sabina-67a88c602ddad.jpg)
সাবিনা-সুমাইয়াদের বাদ দিয়েই চুক্তির কথা ভাবছে বাফুফে!
পিটার বাটলারের অধীনে খেলতে নারাজ ১৮ ফুটবলারকে নিয়ে আপাতত আর ভাবছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই ইংলিশ কোচের অধীনে যে ৩৭ জন ফুটবলার অনুশীলন চালিয়ে যাচ্ছেন, তাদের নিয়েই এখন পরিকল্পনা সাজাচ্ছেন বাফুফে কর্তারা।
বাফুফের এক শীর্ষ কর্মকর্তা দেশের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, আপাতত এই ১৮ জনকে নিয়ে আমরা আর ভাবছি না। এছাড়া ফেডারেশনের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জাতীয় দলের সিনিয়র ১৩ জনসহ বয়সভিত্তিক দলের বাকিদের থেকে কয়েকজনকে নতুন চুক্তিতে রাখা হচ্ছে।
তবে বাফুফের ওই কর্মকর্তা বলেন, ওদেরকে বলেছি, যখন অনুশীলন ফিরবে তখনই তোমাদের নিয়ে আমরা পরিকল্পনা করব। যারা এখন অনুশীলন করছে তাদেরকে নিয়েই বিকল্প দল গড়া হবে।
কয়েকদিনের মধ্যে চুক্তি করা হবে জানিয়ে এই কর্মকর্তা যোগ করেন, ‘আগের ১৩ জন এবং নতুন যোগ হওয়া থেকে যারা ভালো করছে তাদেরকে চুক্তিতে রাখা হবে। যারা অনুশীলন বয়কট করেছে তাদের রাখা হচ্ছে না।’