You have reached your daily news limit

Please log in to continue


নিলয়ের কমেডি, বাসারের রোমান্টিক

একটি কিপটে পরিবারের গল্প নিয়েই মিনি সিরিজ ‘কিপটা ফ্যামিলি’। সিরিজটি তৃতীয় কিস্তি ইউটিউব ট্রেন্ডিংয়ে ১৯ নম্বরে রয়েছে। শুধু নাটকের মধ্যে এটিই শীর্ষে। নাটকটি নিয়ে মন্তব্যের ঘরে ভক্তরা জানিয়েছেন, পরিবারের কিপটেমি করাকে অতিরঞ্জিত করে উপস্থাপনার করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মহিন খান। এতে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, সালহা খানম নাদিয়া, তুহিন চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, নাটকের দ্বিতীয় পর্ব ইউটিউব ট্রেন্ডিংয়ে শুধু নাটকের মধ্যে ৩ নম্বর রয়েছে।

অফিসের বস স্ত্রী। আগে প্রেম থাকলেও পরে ধারণা ছিল, বিয়ের পর একসঙ্গে অফিস করলে হয়তো ঝামেলা চুকে যাবে; কিন্তু তা আর হয় না। বিয়ের পর শ্বশুরবাড়ি, অফিস নিয়ে আরও ঝামেলা বাড়তে থাকে। এই নিয়েই নাটক ‘আই হেইট ম্যারিড লাইফ’। নাটকের মধ্যে ট্রেন্ডিংয়ে শীর্ষ ২ নম্বরে রয়েছে। ১০ দিনে এটি ৫০ লাখের মতো ভিউ হয়েছে নাটকটির। নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল হিমি জুটি। বরাবরের মতোই মন্তব্যে নিলয়ের কমেডির প্রশংসা করেছেন দর্শকেরা। এটি পরিচালনা করেছেন হাসিব হোসেন রাখি।

খাইরুল বাসার ও তানজিন তিশাকে খুব বেশি নাটকে জুটি হিসেবে দেখা যায় না। কিছুটা বিরতির পর তাঁরা কয়েকটি নাটক নিয়ে হাজির হয়েছেন। এর মধ্যে ‘প্রেমিক’ নাটক দিয়ে সবচেয়ে বেশি প্রশংসিত হচ্ছেন। ভালোবাসার কথা পছন্দের মানুষকে বলতে না পারা এক তরুণের গল্প। নাটকটি শুরু থেকেই ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে। সাম্প্রতিক কমেডির ভিড়ে দর্শকেরা এই রোমান্টিক নাটকটি পছন্দ করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘কী আর বলব, এককথায় অসাধারণ নাটক খাইরুল বাশার ও তানজিন তিশার। এই জুটির আরও নাটক দেখতে চাই।’ ‘প্রেমিক’ পরিচালনা করেছেন মারুফ হোসানই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন