You have reached your daily news limit

Please log in to continue


ট্রাফিক জ্যামে আটকা দেড় ঘণ্টা, কাটা পড়ল ৭ ওভার

খুব একটা হেলায় ফেলে দেয়ার ম্যাচ না। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের লিগ টু পর্বের ম্যাচ ছিল সেটি। সেই ম্যাচেই কি না দুই দল যুক্তরাষ্ট্র এবং নামিবিয়া পড়েছে এক কঠিন জটিলতায়। সেই জটিলতার মাত্রা এতটাই ভয়াবহ, শেষ পর্যন্ত ম্যাচের দৈর্ঘ্যই কমাতে হয়েছে মাঠের কর্মকর্তাদের। 

ওমানের আল-আমেরাতে যুক্তরাষ্ট্র ও নামিবিয়ার মধ্যেকার ম্যাচটি এক ঘণ্টারও বেশি দেরিতে শুরু হয়। যার মূল কারণ ছিল ট্রাফিক জ্যাম। ওমানের জ্যামের কারণে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা নির্ধারিত সময়ে মাঠেই আসতে পারেননি। ৫০ ওভারের ম্যাচটি পরে কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। সাধারণত, এমন বিলম্ব বৃষ্টিপাত বা আবহাওয়া জনিত কারণে ঘটে। তবে ওমানে ঘটল একেবারেই বিরলতম ঘটনা। 

শুরুতে আইসিসির পক্ষ থেকে ম্যাচের দৈর্ঘ্য কমানোর কারণ জানানো হয়নি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ধারাভাষ্যকার পিটার ডে লা পেন্না জানান, ওমানের রাজধানী মাসকাটে আয়রনম্যান রেসের কারণে সৃষ্ট ব্যাপক যানজটের ফলে দলগুলো সময়মতো মাঠে পৌঁছাতে পারেনি, যার ফলে ম্যাচটি বিলম্বিত হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন