![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/mukher-Vasa-mkhr-bhs-prnr-bhy.jpg)
টনক নড়ল বাঙালি মুসলমানের
বাঙালি মুসলমানের একটি বড় সমস্যা হলো, সে তার দীর্ঘদিনের ইতিহাসে নিজেকে প্রবলভাবে বাঙালি বলে ঘোষণা করেনি। বাংলার অন্য আরেকটি বড় সম্প্রদায় ছিল হিন্দু সম্প্রদায়, তারাও বাঙালি মুসলমানকে শুধুই মুসলমান হিসেবে দেখতে চেয়েছে। এমনকি সাহিত্য রচনায়ও তারা মুসলমানকে বাঙালি নামে পরিচিত করায়নি। বাঙালি মুসলমানকে সে সময় অনায়াসেই জিজ্ঞেস করা যেত, ‘আপনি বাঙালি নাকি মুসলমান?’
বাঙালি মুসলমানের মধ্যে মুসলমানত্বের প্রকাশ যতটা ছিল, বাঙালিত্বের প্রকাশ ততটা ছিল না। ব্রিটিশ আমলে নিছক সংখ্যাধিক্য ভোটের অস্ত্র হাতে না আসা পর্যন্ত বাংলায় বাঙালি মুসলমান রাজনৈতিক প্রাধান্যও বিস্তার করতে পারেনি। অভিজাত মুসলিম শাসকদের আমলে একবারের জন্যও বাঙালি মুসলমান মসনদ দখল করতে পারেনি।
বাঙালি মুসলমান স্বদেশের ইতিহাসের চেয়ে অন্য দেশের মুসলমানদের ইতিহাসকেই সামাজিক জীবনে প্রাধান্য দিয়েছে। নিজস্ব ইতিহাস সৃষ্টির জন্য কাজ করেনি। ফলে নিজেদের স্বতন্ত্র সত্তা গড়ে তোলা হয়নি। বাঙালি মুসলমানদের মধ্যে একটা অদ্ভুত মানসিকতা কাজ করেছে। তারা নিজেদের বাঙালি মনে করে গর্ববোধ করেনি। আরব, ইরানি, তুর্কি, পাঞ্জাবি, পাঠান এবং অনেক মানবগোষ্ঠী যদি নিজেদের একটি বিশেষ মানবগোষ্ঠী হিসেবে বিবেচনা করতে পারে, তাহলে বাঙালি কেন পারবে না, সে প্রশ্নের জবাব বাঙালির কাছ থেকে পাওয়া যায়নি।
বাঙালি মুসলমানের টনক নড়েছে পাকিস্তান প্রতিষ্ঠার পর। পাকিস্তান আমলেই তারা বুঝতে পেরেছে, আসলে জাতি পরিচয়টা কেন এতটা গুরুত্বপূর্ণ। এ সময় অবাঙালি পশ্চিম পাকিস্তানের সঙ্গে সহ-অবস্থান করতে গিয়ে বাঙালি মুসলমান দেখল, তাকে বাঙালি মুসলমান হিসেবেই বাঁচতে হবে। দেশভাগের আগের বাস্তবতা ছিল ভিন্ন। হিন্দুর সঙ্গে সহ-অবস্থান করার সময় তাকে নিজের মুসলমানত্ব নিয়ে সজাগ থাকতে হতো। দেশভাগের পর সেই বাস্তবতা বদলে গেল। এখন তাকে বাঙালি মুসলমান নামে নিজের পরিচয় দিতে হচ্ছে। আমাদের ভাষা আন্দোলন বাঙালির সেই অগ্রযাত্রাকে মহিমান্বিত করেছে।
- ট্যাগ:
- মতামত
- বাঙালি
- মুসলমান
- হিন্দু সম্প্রদায়