ট্রাম্প আসলেই কানাডা দখল করতে চান: ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ট্রাম্প আসলেই কানাডার নির্দিষ্ট কিছু এলাকা অধিগ্রহণ করতে চান। দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে ট্রুডো আরও বলেন, কানাডার উত্তরাঞ্চলের দিকে নজর দিয়েছেন ট্রাম্প। ওই এলাকায় দামি খনিজ সম্পদ রয়েছে।
লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কপার ও কোবাল্টের মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ কানাডা। দেশটি তার মিত্রদের এসব পণ্য সরবরাহ করে থাকে।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এই সিদ্ধান্ত আপাতত ৩০ দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কানাডা নিয়ে বিদ্রূপ করেই যাচ্ছেন ট্রাম্প।
কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য ও ট্রুডোকে গভর্নর হওয়ার কথাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, শুল্ক নিয়ে কানাডার দুশ্চিন্তা এখনো কমেনি। তাই টরন্টোয় ব্যবসায়ী প্রতিনিধি ও নিজ দল লেবার পার্টির নেতাদের নিয়ে আলোচনায় বসেছিলেন ট্রুডো।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দখল
- শুল্ক আরোপ
- জাস্টিন ট্রুডো