![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/natore-russian-banglai-dead-020425-01-1739043293.jpg)
দালালের খপ্পড়ে পড়ে রাশিয়ায়, রণাঙ্গনে ‘বিক্রি’: এক বাংলাদেশির মৃত্যু, বাঁচার আকুতি দুইজনের
ভাগ্যবদলের আশায় দালালের মাধ্যমে অবৈধ পথে রাশিয়ায় গিয়ে ‘প্রশিক্ষণ শেষে’ যুদ্ধক্ষেত্রে নাটোরের সিংড়ার এক যুবক নিহত হয়েছেন বলে খবর এসেছে পরিবারের কাছে।
একই পরিবারের আরেকজন যুদ্ধ থেকে বাঁচাতে পরিবার ও দালালদের কাছে আকুতি জানিয়েছেন।
নিহত যুবকের নাম মো. হুমায়ুন কবির (৩৩)। তিনি সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের মৃত মহসিন প্রামাণিকের ছেলে। তার ভগ্নিপতি মো. রহমত আলী এখন রাশিয়ায় আটকা।
একইভাবে রাশিয়ায় গিয়ে বিপদে পড়েছেন যশোরের জাফর হোসেনও। সদর উপজেলার চাঁচড়ার সরদারপাড়ার খায়রুল সরদারের ছেলে জাফর হোসেনকেও রাশিয়ায় নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
সারাদেশে এরকম আরও কয়েকজনের কথা জানা যাচ্ছে, যারা এখন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা এরই মধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টিতে এনেছেন। ঢাকা থেকে বিষয়টি রাশিয়ায় বাংলাদেশের শ্রম কল্যাণ উইংয়ে জানানো হয়েছে।