![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/banking-sector-20250208175447.jpg)
ব্যাংকখাত সংস্কারের উদ্যোগ কতটা ফলপ্রসূ?
অন্তর্বর্তী সরকারের গত ছয় মাসে বাণিজ্যিক ব্যাংকের বোর্ড পুনর্গঠন, ব্যাংকিং টাস্কফোর্স গঠন, ডলার বাজারে স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ নানান উদ্যোগ নেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া এসব উদ্যোগের কাঙ্ক্ষিত ফলাফল আসেনি। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকখাতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হলে দীর্ঘ সময় দরকার। ফলে এই সরকারের নেওয়া উদ্যোগ পুরোপুরি কার্যকর হওয়ার আশা ক্ষীণ।
ব্যাংকখাতের অন্যতম সংস্কার
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থনীতির যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় তা হলো ব্যাংকখাত। এ কারণে গণঅভ্যুত্থানের পর সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পায় এই খাতটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই ১১টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পষর্দ ভেঙে দেওয়া হয়। যার মধ্যে ১০টির মালিকানার সঙ্গে যুক্ত ছিল বহুল আলোচিত চট্টগ্রামভিত্তিক আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ। মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কার্যক্রমের নিয়ন্ত্রণও নেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকখাত সংস্কারে গঠন করা হয় টাস্কফোর্স। এ টাস্কফোর্স অনিয়মের শিকার ব্যাংকগুলোর সম্পদের প্রকৃত মান বের করছে। এসব ব্যাংকের ফরেনসিক নিরীক্ষা করছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এ নিয়ে একটি পৃথক বিধিও তৈরি করা হয়। দুর্বল ব্যাংকগুলোর সম্পদের মান বের করার পর এই বিধির অধীনে পরবর্তী পদক্ষেপ নেবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।