১৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৯

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে হয়ত বেড়াতে যেতে পারেন অথবা আত্মীয় বা জ্ঞাতিদের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন। অবস্থা বা পরিবেশ এমন কিছু পরিবর্তন দেখা দেবে যা পূর্ব পরিকল্পনার কিছু ওলট পালট করবে। সপ্তাহের মাঝদিকে উৎসাহ বাড়িয়ে দেবে আর ইন্দ্রিয়ানুভূতি ও কামনা-বাসনা জাগিয়ে তুলবে। আমোদ প্রমোদ উপভোগ করতে উৎসুক হবেন। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্য সম্পর্কে খুবই সতর্ক হোন। এ সময় অসুস্থ হওয়ার সম্ভাবনা। কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি না করে, খুব সাবধানে থাকা উচিত।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে আর্থিক ক্ষেত্রে কোনো পরিবর্তনে সর্বদা প্রস্তুত থাকতে হবে। স্থান পরিবর্তন বা ভ্রমণের চিন্তাতেই অনেক সময় ব্যয় করবেন। অধ্যয়ন বা মননশীল কাজ কর্মের চর্চার জন্য এটি বেশ ভালো সময়। সপ্তাহের মাঝদিকে সংসারে বা বাসগৃহে নতুন মানুষের আগমন ঘটবে। এ সময় গৃহ এবং পিতামাতা-বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে কিছুটা সম্পর্ক থাকবে। সপ্তাহের শেষদিকে এক হৃদয়কে ভগ্ন হওয়া থেকে বাঁচাবেন। গভীর ভালোবাসার উচ্ছাস অনুভূত হবে। এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে উৎসাহ ও উদ্যম বেড়ে উঠবে। ফলে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। অর্থনৈতিক সমস্যার চিন্তায় আপনাকে বেশি কিছু সময় দিতে হবে। আপনার আয়ের অংক খুবই ওঠানামা করবে। সপ্তাহের মাঝদিকে সাংবাদিকদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। এমন জায়গাগুলোতে হ্যাং আউট করতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সাথে দেখা করার সুযোগ যথেষ্ট। সপ্তাহের শেষদিকে ‍উচিৎ হবে ভূমি সম্পত্তি, জমি সংক্রান্ত সমস্যার ওপর নজর কেন্দ্রীভূত করা। সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় উন্নতি ও অবিশ্বাস্য লাভবান হতে পারেন।


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কর্মসূত্রেই হয়ত হাসপাতাল, কারাগার ইত্যাদির সাথে যুক্ত থাকতে হবে। কিছু অর্থনৈতিক দুঃখ কষ্ট ভোগ করতে হবে। ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটবে। অনেক অভিজ্ঞতা হবে। অশান্ত অস্থির হয়ে উঠবেন। সপ্তাহের মাঝদিকে ভাগ্য বড় বেশি পরিবর্তনশীল। উচিত হচ্ছে দ্রুত ওঠানামা করে এমন কোনো ব্যবসা এমন কোনো জীবিকায় বিনিয়োগ করা যাতে পানি বা গতিশীলতা রয়েছে। সপ্তাহের শেষদিকে আত্মীয় স্বজনের অত্যন্ত প্রিয় পাত্র বলে, সে সংক্রান্ত কোনো ভূমিকা গ্রহণ করতে পারেন। বেগবতী উদ্যমকে ঠিকমতো চালিত করার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে বুদ্ধিগত বিষয় অধ্যয়ন।



সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে অনেক বন্ধুবান্ধবের সমারোহ। উৎসাহময় সময় যেহেতু ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন। অনেক গোপনীয় ঘটনা ঘটতে পারে। কিছু শক্রু সৃষ্টি হতে পারে। ব্যক্তিত্ব বিকাশে বাধা আসতে পারে। সপ্তাহের মাঝদিকে মিষ্টি ভালোবাসার জীবনে চমৎকার মসলার উপস্তিতি লক্ষ করতে পারবেন। নিজের যোগ্যতায় ও বুদ্ধিমত্তায় খ্যাতি বা জনগনের স্বীকৃতি লাভ করবেন। সপ্তাহের শেষদিকে করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। আর্থিক বিষয়গুলো সামনে আসতে পারে। একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধীতার পরও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য অর্জিত হবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শন বা অধিভৌতিক ব্যাপারে আগ্রহ জাগবে। ধারণা-শক্তি বেশ ভালো। সপ্তাহের মাঝদিকে আচরণ ও বাক্যে সংযম আনুন। সামাজিকতা ও লৌকিকতার কারণে অর্থ ব্যয়ের যোগ রয়েছে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা রেখে চলুন। সপ্তাহের শেষদিকে চারপাশে গোলাপের সুবাস বয়ে আনবে। ভালোবাসার উচ্ছাস উপভোগ করুন। সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে আর যে কোনো প্রদত্ত সুযোগ সুবিধামতো কাজে লাগাবেন।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে ভ্রমণে প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে। এটি এমন একটি সময় যখন রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। কর্মক্ষেত্রে একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। সপ্তাহের মাঝদিকে ভালোবাসার সঙ্গে যথেষ্ট সময় ব্যয় করতে পারেন। আর এই মুহূর্তগুলো সংবেদনশীল সংযোগকে শক্তিশালী করবে। সম্পর্কগুলোর সঙ্গে সম্বন্ধ ও বন্ধন পুনরুজ্জীবিত করার সময়। সপ্তাহের শেষদিকে বুঝে খরচ করুন। আর আজেবাজে খরচ না করতে চেষ্টা করুন। আর্থিক সীমাবন্ধতা এড়াতে বাজেটে আটকে থাকুন।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে আঘাত এড়ানোর জন্য চলার সময় বিশেষ যত্ন নিন। ভ্রমণ বিনোদন ও সামাজিকতা কর্মসূচীতে থাকবে। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ ইতিবাচক ফল প্রদান করবে। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম এ সময় সত্যি ভালো ফল দিতে পারে। কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আপনার কথা শুনবে। সপ্তাহের শেষদিকে সঙ্গীর কাছ থেকে দূরে সরে থাকা কঠিন হবে। কোনো সামাজিক কারণে সেচ্ছাসেবক কাউকে সাহায্য করা আশ্চর্য টনিকের মতো শক্তি বাড়িয়ে তুলতে পারে।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শূরুতে সঙ্গী/ স্বামী/ স্ত্রী অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজা/ রানির মতো মনে হভে। বিশ্ব ধ্বংস হতে পারে। কিন্তু জীবনসঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে পারবেন না। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। সপ্তাহের মাঝদিকে রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাড়ার সময় স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। সপ্তাহের শেষদিকে কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। তবে আর্থিকভাবে ফলপ্রসু হবে। সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে খাবারের প্রতি লক্ষ রাখুন। কেননা পেটের পীড়ার সম্ভাবনা আছে। নিজের স্বাস্থ্য বিশেষ করে চোখের প্রতি অধিকতর যত্নশীল হন। অবিবাহিতদের প্রেম আর বিবাহিতদের স্ত্রী সুখ আশাতীত। ব্যবসার পথে বেশ কিছু লাভ হতে পারে, যদি শেয়ার ব্যবসা করেন। সপ্তাহের মাঝদিকে মানসিক চাপ ও চিন্তা বাড়তে পারে। চাকরি পরিবর্তনের ইচ্ছা জাগতে পারে। না করলেই ভালো করবেন। সপ্তাহের শেষদিকে প্রতিযোগিতা আর সরকারি পরীক্ষার জন্য তৈরি হওয়া শিক্ষার্থীদের ভালো সময়। সন্তান ও শিশুদের প্রগতির জন্য খুশির স্রোত হবে। ধর্মকর্মে লিপ্ত থাকুন।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে প্রেম আনন্দদায়ক ও অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। আনন্দে আর উৎসাহে ভরে থাকবেন। কাজ সম্পাদনের জন্য অধিক পরিশ্রম প্রয়োজন। জীবন সঙ্গীর সঙ্গে কিছু খুটিনাটি লাগতে পারে। ফলে ঘরের পরিবেশ আর মন অশান্ত থাকবে। সপ্তাহের মাঝদিকে ব্যবসায়ীদের ব্যবসায় লাভজনক ও ব্যবসায়ের উদ্দেশ্যে বিদেশ যাত্রা শুভ আশা করা যায়। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের ভালো সময়। বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা এ সময় প্রত্যাশার চেয়ে বেশ ভালো রং প্রদর্শন করবে। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্যের দিকে সাবধান হোন। সুস্থ থাকার জন্য অধিক পানি পান করুন। তাড়াহুড়া করে কোনো কিছু নির্ণয় করবেন না।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে বন্ধুরা আপনার জন্য আকর্ষণীয় পরিকল্পনা করে সময়টি উজ্জ্বল করে তুলতে পারে। সেরা আচরণ করা প্রয়োজন। কারণ সঙ্গী অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে। সপ্তাহের মাঝদিকে ব্যক্তিগত সম্পর্কগুলো সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ হবে। তেল মসলাযুক্ত উচ্চ কোরেস্টেরলের খাবার এড়ানোর চেষ্টা করুন। সপ্তাহের শেষদিকে নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচতে ব্যবসায়ে নজরদারী রাখুন। সঙ্গীর সঙ্গে জীবনের সবচেয়ে রোমান্টিক সময় হবে। নিজের কাজ থেকে বিরত থেকে কিছু সময় জীবন সঙ্গীর সঙ্গে কাটান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও