You have reached your daily news limit

Please log in to continue


ব্যাংক সুদ ও বিদ্যুৎ বিল কমানোর দাবি কোল্ড স্টোরেজ মা‌লিকদের

হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কমিয়ে আনতে ব্যাংক ঋণের সুদের হার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। একইসঙ্গে আলু চাষকারী কৃষকদের সুরক্ষা প্রদানের জন্য হিমাগার শিল্পকে কৃষি ভিত্তিক শিল্প ঘোষণার দাবি জানিয়েছেন সংগঠনটি।

শনিবার (৮ ফেব্রুয়া‌রি) রাজধানীতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। 

তিনি বলেন, দেশে ২০২৪ সালে চাহিদার তুলনায় কম আলু উৎপাদন হওয়ায় আলুর বাজারমূল্য বেশি ছিল। গত বছর আলুর বাজারদর বেশি থাকায় এবছর ২০২৫ সালে সারাদেশে কৃষকগণ ব্যাপকভাবে আলু চাষ করেছেন। যা গত ২০২৪ সালের তুলনায় প্রায় ৪০ শতাংশ আলু বেশি উৎপাদন হবে তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে নতুন আলু বাজারে এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন