রমজানে জনগণকে স্বস্তি দিতে দ্রুত সুস্পষ্ট ও কার্যকর বাজার নিয়ন্ত্রণ পরিকল্পনা নিতে হবে

বণিক বার্তা উমামা ফাতেমা প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭

সরাসরি বাণিজ্য বা অর্থনীতির শিক্ষার্থী না হলেও একজন সচেতন নাগরিক ও শিক্ষার্থী হিসেবে এবং খাদ্যের মূল্যবৃদ্ধির কারণ ও তার প্রভাব বিশ্লেষণের আগ্রহ থেকে এই কনক্লেভে আমার অংশগ্রহণ। পাঁচ-ছয় মাস ধরে আমরা যে খাদ্যের ব্যাপক মূল্যবৃদ্ধি প্রত্যক্ষ করেছি সেটির মূল কারণ অনুসন্ধান করা এবং বাজার ব্যবস্থাপনার বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের অভিজ্ঞতা শোনা এ আলোচনার অন্যতম প্রধান উদ্দেশ্য। বিশেষত আমাদের মধ্যম ও ক্ষুদ্র ব্যবসায়ীরা কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তা বোঝা জরুরি।


আমরা শিক্ষার্থী হিসেবে কেবল পর্যবেক্ষণ করতেই আসিনি; বরং ভবিষ্যতে কীভাবে এ সংকট নিরসনে ভূমিকা রাখতে পারি, সেটিও আমাদের ভাবনার বিষয়। কেননা আমরা বর্তমানে চিন্তা করছি যে ভবিষ্যতে কীভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশের বিভিন্ন সমস্যা সমাধানের দিকে এগিয়ে যাওয়া যায়। সেই পরিপ্রেক্ষিতে বাজার ব্যবস্থাপনা ও মূল্য নিয়ন্ত্রণ কৌশল বোঝাও জরুরি এবং এজন্য ব্যবসায়ী সমাজের সঙ্গে সংযোগ স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও