You have reached your daily news limit

Please log in to continue


ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন উপলক্ষে ঢাকার যে সড়ক বন্ধ থাকবে

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ আগামীকাল শনিবার রাজধানীতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি আজ শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল বেলা ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

আজ সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল বেলা ২টা পর্যন্ত মহাসড়কে যাতায়াতের জন্য সব যানবাহনকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ থেকে প্রগতি সরণির অভিমুখে) ব্যবহারের জন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন