অন্য ব্যাংকের এটিএম ব্যবহারে খরচ বাড়ল

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৭

এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করলে সর্বোচ্চ ৩০ টাকা চার্জ গুনতে হবে। যা এতোদিন ছিল ১৫ টাকা।


তবে প্রথম ৫টি লেনদেনের ক্ষেত্রে (প্রতিবার সর্বোচ্চ ২০ হাজার টাকা উত্তোলন) আগের মতো ১৫ টাকা চার্জ নেবে। কিন্তু ৫টির পর প্রতি লেনদেনে আবার সর্বোচ্চ ৩০ টাকা চার্জ দিতে হবে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।


বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোতে পাঠিয়েছে।


নতুন নির্দেশনা অনুযায়ী ২০ ফেব্রুয়ারি থেকে গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথে স্থিতি অনুসন্ধান ও ব্যাংক হিসাবে সংক্ষিপ্ত বিবরণী নিতে গ্রাহককে ভ্যাটসহ অতিরিক্ত ৫ টাকা দিতে হবে। এ ছাড়া তহবিল স্থানান্তরে গুণতে হবে ১০ টাকা। এই চার্জ কার্ড ইস্যু করা ব্যাংক বা প্রতিষ্ঠান অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠানকে প্রদান করবে।


ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতায় গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ অর্থ উত্তোলন করতে পারবে। এতোদিন এনপিএসবিতে কার্ড প্রদানকারী ব্যাংকের নির্ধারিত সীমা অনুযায়ী অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও