You have reached your daily news limit

Please log in to continue


নিষেধাজ্ঞায় পাকিস্তান, সংকটে সাফের হোম অর অ্যাওয়ে ফরম্যাট

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশনকে (পিএফএফ) সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে সাফের প্রস্তাবিত হোম অর অ্যাওয়ে ফরম্যাটকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে ফিফার এই নিষেধাজ্ঞা। 

সাফের বিগত আসরগুলো একটি কেন্দ্রীয় ভেন্যুতে (২০০৮ সালে মালদ্বীপ ও শ্রীলঙ্কা যৌথভাবে) অনুষ্ঠিত হয়েছে। এবার ১৫ জুন-২৫ জুলাই অংশগ্রহণকারী প্রতিটি দেশ তিনটি ম্যাচ হোমে এবং তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলবে, এমন ফরম্যাটে করার পরিকল্পনা ছিল সাফের। সেন্ট্রাল এশিয়া এই ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজন করলেও দক্ষিণ এশিয়ার বাস্তবতায় তা কঠিন–ই। কারণ ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্ক, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত পরিস্থিতিও একটু অন্য রকম। আবার ভুটানে প্রতিদিন ফ্লাইট নেই দক্ষিণ এশিয়ার সকল দেশ থেকে।

নানা রকম জটিলতার মধ্যেই নতুন বড় সমস্যা পাকিস্তানের প্রতি ফিফার নিষেধাজ্ঞা। যা হোম অর অ্যাওয়ে ফরম্যাটের অনিশ্চয়তাকে আরও প্রকট করল বলে মনে করছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ‘দক্ষিণ এশিয়ায় দেশ সংখ্যা কম। এর মধ্যে আবার একটি সংস্থা নিষেধাজ্ঞায় থাকলে সেটি অবশ্যই বড় সংকট। এমন একটি বিষয়ের পর ওপর আমাদের কোনো কিছুই করার নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন