You have reached your daily news limit

Please log in to continue


স্মিথ ও কেয়ারির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপুটে দিন

সাদা পোশাকে ব্যাট হাতে রানের স্রোত বইয়ে চলেছেন স্টিভেন স্মিথ। পাঁচ টেস্টে উপহার দিলেন চতুর্থ সেঞ্চুরি, চলতি সফরে টানা দুই ম্যাচে দুটি। এই সংস্করণে প্রথমবার পাঁচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন অ্যালেক্স কেয়ারিও। তাদের অবিচ্ছিন্ন জুটিতে দারুণ একটি দিন কাটাল অস্ট্রেলিয়া।

গলে দ্বিতীয় টেস্টে শুক্রবার শ্রীলঙ্কার প্রথম ইনিংস ২৫৭ রানে থামিয়ে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ৩৩০ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। লিড নিয়েছে ৭৩ রানের।

সফরকারীদের বড় পুঁজির ভিত গড়ে দিতে স্মিথ ও কেয়ারি চতুর্থ উইকেটে ২৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। এশিয়ায় চতুর্থ উইকেটে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার যা তৃতীয় সর্বোচ্চ।

ক্যারিয়ারের ৩৬তম টেস্ট সেঞ্চুরিতে স্মিথ খেলছেন ১২০ রানে, ছক্কা একটি ও চার ৯টি। এশিয়ায় এটি তার সপ্তম শতক, অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ।

প্যাট কামিন্সের অনুপস্থিতিতে এই সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ। অধিনায়ক হিসেবে তারকা এই ব্যাটসম্যান সপ্তদশ সেঞ্চুরি করলেন। এই তালিকায় তার ওপরে আছেন কেবল তিনজন- দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (২৫), ভারতের ভিরাট কোহলি (২০) ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৯)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন