You have reached your daily news limit

Please log in to continue


এভারেস্টের চেয়ে ১০০ গুণ উঁচু পর্বত

ভূপৃষ্ঠের গভীরে এভারেস্টের চেয়েও ১০০ গুণ বড় দুই পর্বতের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এভারেস্টের উচ্চতা যেখানে প্রায় ৮ দশমিক ৮ কিলোমিটার, সেখানে এই পর্বতগুলো প্রায় ১ হাজার কিলোমিটার উঁচু। পর্বত দুটি আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের নিচে, পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টলের সংযোগস্থলে অবস্থান করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত একটি গবেষণার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। 

বিজ্ঞানীরা ধারণা করছেন, এই পর্বতগুলো অন্তত ৫০ কোটি বছর পুরোনো। এমনকি সম্ভবত চার বিলিয়ন বছর আগে পৃথিবী গঠনের সময় থেকেই এগুলো অবস্থান করছে। গবেষণা দলের প্রধান, ডাচ বিজ্ঞানী ও ভূকম্পন বিশেষজ্ঞ ড. আরওয়েন ডিউস জানিয়েছেন, এই পর্বতগুলো কীভাবে তৈরি হয়েছে বা সেগুলো কি অস্থায়ী নাকি কোটি কোটি বছর ধরে একই স্থানে রয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। 

গবেষণায় দেখা গেছে, এই পর্বতগুলো ঘিরে বিশাল একটি ‘টেকটোনিক সমাধিক্ষেত্র’ রয়েছে। ড. ডিউস ব্যাখ্যা করেছেন, সাবডাকশন প্রক্রিয়ার মাধ্যমে এক টেকটোনিক প্লেট অন্য প্লেটের নিচে সরে গিয়ে প্রায় ৩ হাজার কিলোমিটার গভীরে জমা হয়েছে। এই অঞ্চলেই পর্বতগুলো অবস্থান করছে। ভূমিকম্পের সময় সৃষ্ট কম্পন তরঙ্গগুলোর মাধ্যমে গবেষকরা ভূগর্ভস্থ এই পর্বতের অস্তিত্ব শনাক্ত করেন। 

ড. ডিউস বলেছেন, আমরা লক্ষ্য করেছি, এই জায়গায় ভূকম্পন তরঙ্গের গতি ধীর হয়ে যায়। এ থেকেই এ পর্বতগুলোর সন্ধান পাওয়া গেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন