
বিশ্বের সবচেয়ে লম্বা ৫ জনের জীবন কেমন ছিল
একবিংশ শতাব্দীতে একজন মানুষের গড় উচ্চতা পুরুষের প্রায় ৫ ফুট ৭.৫ ইঞ্চি এবং নারীর ৫ ফুট ২.৫ ইঞ্চি। স্থানভেদে এর আবার কমবেশিও আছে। তবে বিশ্বে এমন অনেক মানুষ আছেন, যারা উচ্চতায় অনেক লম্বা। বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তির নাম সুলতান কোসেন।
শুধু সুলতান নয়, আরও অনেকেই এই রেকর্ডের তালিকায় নিজেদের নাম যুক্ত করতে পেরেছেন। তবে জানেন কি, সবচেয়ে লম্বা মানুষের স্বীকৃতি পেলেও তাদের জীবনযাপন কিন্তু স্বাভাবিক মানুষের মতো এত স্বাভাবিক ছিল না তা বলাই বাহুল্য।
ছোটবেলা থেকে শারীরিক নানান সমস্যা, সমাজের থেকে একটু আলাদা দৃষ্টি কখনোই তাদের নিজেদের স্বাভাবিকভাবে ভাবতে দেয়নি। তাদের উচ্চতা প্রাকৃতিকভাবে বৃদ্ধি পেয়েছিল, যা সাধারণ মানুষের গড় উচ্চতার তুলনায় অনেক বেশি। তবে সবার মধ্যে রবার্ট ওয়াডলো এখনো বিশ্বের ইতিহাসে সবচেয়ে লম্বা ব্যক্তি হিসেবে স্বীকৃত। অধিকাংশ লম্বা ব্যক্তিই স্বাস্থ্য সমস্যার কারণে দীর্ঘ জীবন পাননি। তাদের দেহের অতিরিক্ত বৃদ্ধি সাধারণত হরমোনজনিত রোগের ফলে হয়েছিল।
- ট্যাগ:
- জটিল
- লম্বা পুরুষ