এক্সিম ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৯

তারল্য সংকটে থাকা এক্সিম ব্যাংকে আরও আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে সাড়ে ৭ হাজার কোটি টাকা সহায়তা পেতে যাচ্ছে এক্সিম ব্যাংক।


২০২৪ সালের নভেম্বরে কেন্দ্রীয় ব্যাংক ছয় ব্যাংকে সাড়ে ২২ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার সময় এক্সিম ব্যাংক ৫ হাজার কোটি টাকার পেয়েছিল।


বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আড়াই হাজার কোটি টাকার সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে কত বিতরণ করা হয়েছে সে বিষয়ে জানি না।”


এ বিষয়ে কথা বলতে ফোন করলে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম আখতার হোসেন বলেন, “শরীর খারাপ আমার। পরে কথা বলব।”


বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এক্সিম ব্যাংকের ওই তারল্য সহায়তা অনুমোদন করা হয় গত ২৭ জানুয়ারি।


সংকটে থাকা ন্যাশনাল, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন- এই ছয় ব্যাংককে এর আগে তারল্য সহায়তা হিসেবে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও