You have reached your daily news limit

Please log in to continue


আলাস্কায় ১০ আরোহী নিয়ে উড়োজাহাজ নিখোঁজ

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ১০ আরোহী নিয়ে ছোট একটি সেসনা উড়োজাহাজ নিখোঁজ হওয়ার খবর দিয়েছে সিএনএন।

রাজ্য পুলিশ আলাস্কা স্টেট ট্রুপার্স জানিয়েছে, বেরিং এয়ারলাইন্সের উড়োজাহাজটি উনালাক্লিট থেকে নোমে যাচ্ছিল। পশ্চিম আলাস্কার শহর দুটিকে পৃথক করেছে নর্টন সাউন্ড উপসাগর।

সিএনএন লিখেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা নাগাদ রাজ্য পুলিশকে উড়োজাহাজ নিখোঁজের বিষয়টি জানানো হয়। নয় যাত্রী ও এক পাইলট নিয়ে উড়োজাহাজ নিখোঁজের তথ্য এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নোম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট ফেইসবুকে জানিয়েছে, তারা নোম ও হোয়াইট মাউন্টেন থেকে স্থল তল্লাশি চালাচ্ছে; কিন্তু বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে আকাশপথে তল্লাশি চলছে সীমিত আকারে।

মার্কিন কোস্ট গার্ড ও মার্কিন বিমান বাহিনী সহায়তার জন্য এগিয়ে এসেছে এবং নিখোঁজ উড়োজাহাজটি খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে দমকল বিভাগ।

তারা লিখেছে, “উড়োজাহাজটির সঠিক অবস্থান এখনও জানা যায়নি। সেটি শনাক্ত না হওয়া পর্যন্ত যতটা সম্ভব আমরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন