![](https://media.priyo.com/img/500x/https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/07/1738905023-05143fd14dce4311929513e1cd954c82.jpg)
প্রতিদিন আমলকীর রস খেলে শরীরে হবে যে পরিবর্তন
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭
আমার অনেক ধরনের ফল-কে রস করে খেয়ে থাকি। কিন্তু আমলকির রস কি খেয়েছেন কখনো? হ্যাঁ, শরীর সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করবে এই আমলকির রস। তেমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
শরীরকে সুস্থ ও সচল রাখতে আমলকির রসের গুণাগুণ নিয়েই আজকের প্রতিবেদন।
চলুন, জেনে নেওয়া যাক—
আমলকির রসের পুষ্টিগুণ
আমলকীর রসে রয়েছে একাধিক পুষ্টিগুণ। আমলকীর রস মানব শরীরে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং শরীরের মধ্যে চর্বি জমতে দেয় না।