চোখের তলায় কালি কেন পড়ছে
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬
অনেকেরই চোখের তলায় কালি পড়ে। আর এই সমস্যা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়েন। ভাবতে পারেন কাজের চাপ, অবসাদ এবং ঘুম কম হওয়ার কারণেই হয়তো চোখের নিচে এমন কালি পড়ছে। কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। প্রতিদিন হয়তো আপনি কাজল পরেন। তা থেকেও হতে পারে এই সমস্যা।
তাই মেকআপ করার আগে যেমন মুখ ভালো করে পরিষ্কার করতে হয়, তেমনই কাজল পরার আগেও চোখ এবং তার চার পাশ ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তারপর পরতে হবে কাজল। আবার, বাড়ি ফিরে এসে যতœ সহকারে তা তুলেও ফেলতে হবে। না হলে কিন্তু চোখের তলায় কালি পড়তে পারে।
- ট্যাগ:
- লাইফ
- চোখের অসুখ
- চোখের সমস্যা