
উপযোগিতাহীন উন্নয়ন আত্মঘাতী ভেলকিবাজি
আজকাল অনেক ক্ষেত্রেই যেকোনো সংস্কার বা সেবা, নিয়োগ, পদোন্নতি, দাবি-দাওয়ার বহর তথা অন্তর্বর্তী সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতার পরিবেশ সৃজিত হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। অবস্থা এমন, অর্থ খরচ ব্যতীত বিনামূল্যে প্রাপ্য কোনো সাধারণ সেবা পর্যন্ত মিলছে না।
উপরির বিনিময়ে যেকোনো ন্যায্য সেবাও যদি বিক্রি হয়, সম্পদ ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ অপচয়, অপব্যয় পরিবেশ পরিস্থিতি সেক্ষেত্রে লাগামহীন হয়ে উঠতে পারে। স্থানীয় বা জাতীয় পর্যায়ে গণপ্রতিনিধিরা নির্বাচনের সময় ভোটারদের বলবেন তাদের ‘সমাজসেবার সুযোগ’ দিতে। কিন্তু সেখানে যদি দেখা যায় সমাজসেবার সুযোগ পাওয়ার জন্য ‘ভালো পরিমাণ অর্থ’ বিনিয়োগ করা হচ্ছে, তাহলে কথিত ‘সমাজসেবা’ তো বিনিয়োগ ব্যবসায় পরিণত হবে।