‘একবার না পারিলে দেখো শতবার’- কালীপ্রসন্ন ঘোষের সেই ছড়া মনে রাখলেও একশবার চেষ্টা করার সুযোগ বাস্তবে পাবেন না তাওহিদ হৃদয়। তবে এর মধ্যে তিনবার চেষ্টা করে ফেলেছেন তিনি। একবারও পারেননি বিপিএলের ট্রফিতে চুমু এঁকে দিতে। তিনবার বিপিএল ট্রফির সুবাস পেয়েও হারিয়ে ফেলা এই ব্যাটসম্যানের সামনে এখন আরেকটি সুযোগ।
বিপিএলের সঙ্গে হৃদয়ের সম্পর্কটা এখন পর্যন্ত অম্ল-মধুর। ২০১৯ সালে তার অভিষেকটা ছিল ভুলে যাওয়ার মতো। পরে উন্নতির সিঁড়ি বেয়ে গত দুই আসরে ব্যাট হাতে তিনি মেলে ধরেন চমৎকার ব্যাটিং প্রদর্শনী। তার সেই সাফল্যময় যাত্রায় দলও ছিল সঙ্গী। সবশেষ তিন বিপিএলেই তিনি ও তার দল দল পা রাখে শেষের মঞ্চে।