![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/metro-rail-kamalapur-050225-001-1738898274.jpg)
মেট্রোরেল কবে যাবে কমলাপুর, ‘জানে না কেউ’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পুরোদমে চললেও সেখান থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ এখনও ‘অর্ধেক’ বাকি।
এ বছরের ডিসেম্বরের মধ্যে ওই অংশে মেট্রোরেল চালুর পরিকল্পনা ছিল। তবে এখনও বাকি কাজের জন্য ঠিকাদার নিয়োগ হয়নি। মেট্রোরেলে এর আগে কাজ করা ঠিকাদার কোম্পানির সঙ্গে চলছে দর কষাকষি।
সব মিলিয়ে কবে নাগাদ বাকি কাজ শুরু হয়ে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল পৌঁছাবে সেই সময়সীমা দিতে পারছেন না ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষের কেউ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মেট্রোরেল
- মেট্রোরেল প্রকল্প