You have reached your daily news limit

Please log in to continue


স্ক্রিনশট পড়তে সক্ষম ম্যালওয়্যার শনাক্ত আইওএসে

প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে হ্যাকার ও ম্যালওয়্যারের সক্ষমতা আরো উন্নত ও জটিল হয়ে উঠছে। এতে সাইবার নিরাপত্তায় পরিবর্তন আসছে। সম্প্রতি সাইবার সিকিউরিটি কোম্পানি ক্যাসপারস্কির গবেষকরা ‘স্পার্কক্যাট’ নামের একটি নতুন আইওএস প্লাটফর্মের ম্যালওয়্যার শনাক্ত করেছেন, যা অ্যাপ স্টোরের কিছু সন্দেহজনক অ্যাপে লুকিয়ে থাকে। এ ম্যালওয়্যার আক্রান্ত ডিভাইসের স্ক্রিনশটের তথ্য পড়তে পারে। খবর গিজচায়না।

গবেষকরা এই প্রথম আইওএস প্লাটফর্মে এ ধরনের ম্যালওয়্যার শনাক্ত করলেন। ম্যালওয়্যারটি অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) প্রযুক্তি ব্যবহার করে স্ক্রিনশট স্ক্যান করে সংবেদনশীল তথ্য খুঁজে বের করে। বিশেষ করে ক্রিপ্টো ওয়ালেট-সংক্রান্ত তথ্য খোঁজাই এর প্রধান লক্ষ্য, যা হ্যাকারদের বিটকয়েন ও অন্যান্য ডিজিটাল সম্পদ চুরি করতে সহায়তা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন