কাগজে-কলমে এ মুহূর্তে দেশের রেমিট্যান্সের প্রধান উৎস যুক্তরাষ্ট্র। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে ২৪৯ কোটি ৫৩ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে দেশটি থেকে ১১২ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
সে হিসাবে চলতি অর্থবছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ১২২ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে আসা রেমিট্যান্সের এ উল্লম্ফন নিয়ে প্রশ্ন উঠছে বেশ কয়েক বছর ধরে। তবে এ প্রশ্নের সঠিক কোনো উত্তর দিতে পারছিলেন না সংশ্লিষ্টরা। বিষয়টিতে বিস্মিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরাও। তাদের ভাষ্য ছিল, দেশটিতে বসবাসকারী বাংলাদেশীরা এখনো জীবনধারণের ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছে। এ অবস্থায় বৈধ আয় থেকে এত পরিমাণ রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো কোনোভাবেই সম্ভব নয়। বিষয়টি নিয়ে অন্ধকারে ছিল বাংলাদেশ ব্যাংকও।