You have reached your daily news limit

Please log in to continue


ঘরোয়া উপায়ে দূর করুন ইউরিক এসিড

ইউরিক এসিড শরীরের কোণায় কোণায় জমে শরীরের ক্ষতি করে থাকে। ক্রিস্ট্যালের মতো ইউরিক এসিড হাড়ে জমে ব্যাপক যন্ত্রণার সৃষ্টি করে থাকে। শরীরে প্রচুর পরিমাণে ইউরিক এসিড জমতে শুরু করলে বিপরীত প্রতিক্রিয়া শুরু হতে পারে।

সেই কারণেই ইউরিক এসিড ফিল্টার করে কিডনি, কিন্তু কিডনি তখনই কার্যকারিতা হারায় ঠিক যখন কিডনিতে পাথর জমে।

আয়ুর্বেদে এমন ৭টি পাতা আছে যা রক্ত থেকে নিংড়ে নেবে হাই ইউরিক এসিড ৷ আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, এর জন্য এই ৭ সাতটি পাতা ভালো ভাবে সেবন করতে হবে।

সেই সাতটি পাতা হলো- নিম, তুলসি, গুলঞ্চ, কারিপাতা, ব্রাহ্মিশাক, আমলকি পাতা ও সজনে পাতা। ইউরিক এসিডের ক্ষেত্রে এই পাতাগুলো অত্যন্ত কার্যকারী ভূমিকা গ্রহণ করে ভেতর থেকে টেনে বের করে।

নিম: প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইমফ্লেমেটরি উপাদানে পরিপূর্ণ নিম, যা শরীর থেকে হাই ইউরিক এসিড দূর করে। কিডনিকে ভালো রাখে খারাপ পদার্থ ডিটক্স করে।

তুলসি পাতা: এই পাতায় অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইমফ্লেমেটরি উপাদানে পরিপূর্ণ, যা শরীর থেকে হাই ইউরিক এসিড দূর করে।

গুলঞ্চ: অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইমফ্লেমেটরি উপাদানে পরিপূর্ণ গুলঞ্চ, যা শরীর থেকে হাই ইউরিক এসিড দূর করে। শুধু সুগার, প্রেশারই নয় ইউরিক এসিডের জন্য কার্যকর এই গুলঞ্চ পাতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন