অস্ট্রেলিয়ায় নাৎসি স্যালুট দিলেই বাধ্যতামূলক জেল

জাগো নিউজ ২৪ অস্ট্রেলিয়া প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৩

নতুন ‘ঘৃণাত্মক অপরাধ আইন’ পাস করেছে অস্ট্রেলিয়া। এই আইনের অধীনে প্রকাশ্যে নাৎসি স্যালুট অপরাধ হিসেবে গণ্য হবে ও এর জন্য বাধ্যতামূলক কারাদণ্ড হবে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইসরায়েল-গাজা যুদ্ধের পর অস্ট্রেলিয়ায় ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলার বেড়ে যাওয়ার কারণে এই আইন প্রণয়ন করা হয়েছে।


বুধবার রাতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নতুন সংশোধনী উত্থাপন করে বলেন, এটি ঘৃণার বশে করা অপরাধের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে কঠোর আইন।


নতুন আইনে নাৎসি স্যালুটকে কম গুরুতর ঘৃণাত্মক অপরাধের শ্রেণিতে রাখা হলেও এর জন্য কমপক্ষে ১২ মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া কেউ সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত হলে তাকে সর্বোচ্চ ছয় বছরের কারাদণ্ড দেওয়া হবে।


সাম্প্রতিক মাসগুলোতে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে ইহুদি উপাসনালয়, বিভিন্ন ভবন ও ইহুদি সম্প্রদায়ের সদস্যদের গাড়ির ওপর হামলা বেড়েছে। এমনকি সিডনিতে বিস্ফোরকভর্তি একটি ক্যারাভান উদ্ধার করা হয়েছে। কতগুলো ইহুদি লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্যই এগুলো পরিবহন করা হচ্ছিল বলে তদন্ত করে জানা গেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও