যুক্তরাষ্ট্রে এবার দুই বিমানের সংঘর্ষ

যুগান্তর আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২

একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে এবার ঘটল দুই বিমানের সংঘর্ষ। বুধবার সকালে দেশটির সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে টারমাকে চলাচলের সময় জাপান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৮ একটি ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ১৯২১-এর লেজের সঙ্গে ধাক্কা খায়।


সংঘর্ষের সময় জাপান এয়ারলাইন্সের বিমানে ১৮৫ জন এবং ডেল্টার বিমানে ১৪২ জন যাত্রী ছিলেন।


কী ঘটেছিল?


সিয়াটল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে এ ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনার পর দুই বিমানের সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এতে কোনো যাত্রী বা ক্রু আহত হননি।


জেসন চ্যান নামে ডেল্টার এক যাত্রী সংবাদ সংস্থা এপিকে জানান, সংঘর্ষের সময় বিমানটি কিছুটা কেঁপে ওঠে। এ সময় ককপিট থেকে জানানো হয় যে, বিমানের লেজের অংশে ধাক্কা লেগেছে। তবে যাত্রীরা এ সময় শান্ত ছিলেন এবং পরে বাসে করে তাদের টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও