![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/bpl-final-060225-1738849323.jpg)
বিপিএল ফাইনালের সময়ে পরিবর্তন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৭
বিপিএল ফাইনালের সময়ে পরিবর্তন আনা হয়েছে। আগের নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ম্যাচ শুরুর সময়।
বিপিএলের একাদশ আসরের ফাইনালে শুক্রবার মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। পরিবর্তিত সময়ে এখন শুরু হবে সন্ধ্যা ৬টায়।
আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে। তবে অনলাইনে ও বুথ থেকে বিক্রি হওয়া টিকেটে ম্যাচ শুরুর সময় আগে থেকেই উল্লেখ করা আছে ৬টাতে।
বিপিএলে এবার দুপুরের ম্যাচগুলি শুরু হয়েছে দুপুর দেড়টায়, সন্ধ্যার ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। শুধু শুক্রবারে দুপুরের ম্যাচ শুরু হয়েছে দুপুর ২টায়, সন্ধ্যার ম্যাচ ৭টায়। ফাইনালের দিন একটিই ম্যাচ। শুক্রবার হলেও তাই সময় এগিয়ে আনায় জটিলতা নেই।