You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: আজম খান

নির্বাচন নিয়ে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি শেখ হাসিনা পালিয়ে গেলেও তার আজ্ঞাবহ দোসররা এখনো সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। শুধু তাই নয় অন্তর্বর্তী সরকার সংস্কার-সংস্কার বলে গণতন্ত্রকে ব্যাহত করার চক্রান্তে মেতে উঠেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আজম খান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ যখন কোন রাজনৈতিক নেতার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তখন জাতির এই মহাসংকটে নিজের ও পরিবারের জীবন বিপন্ন করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং অস্ত্র হাতে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হরণ করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেন। তখন খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন