![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bdnews24-english/import/media/2019/02/06/ekushey-padak060219-03.jpg)
হেলাল হাফিজ, শহীদুল জহির, নারী ফুটবল দলসহ এবার ১৫ একুশে পদক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৩
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে প্রয়াত কবি হেলাল হাফিজ, প্রয়াত কথা সাহিত্যিক শহীদুল জহির ও বাংলাদেশ নারী ফুটবল দল এবারের এবারের একুশে পদক পাচ্ছে।
সংগীত শিল্পী ফেরদৌস আরা, লেখক মঈদুল হাসান, চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, সংগীত শিল্পী ও সংগীত গুরু উস্তাদ নীরদ বরণ বড়ুয়া, চিত্রশিল্পী রোকেয়া সুলতানা, অনুবাদক ও গবেষক নিয়াজ জামান, অভ্রর প্রতিষ্ঠাতা মেহেদী হাসান খান, আলোকচিত্রী নাসির আলী মামুন ও শহীদুল আলম, সাংবাদিক মাহফুজ উল্লা ও মাহমুদুর রহমান, চট্টগ্রামের সংবাদপত্র দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী রয়েছেন তাদের মধ্যে।
বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সংস্কৃতি বিষয়ক উপদষ্টা মোস্তফা সরয়ার ফারুকী একুশে পদকের তালিকা ঘোষণা করেন।
তাদের মধ্যে ছয়জনই মরণোত্তর এ সম্মাননা পাচ্ছেন।