![](https://media.priyo.com/img/500x/https://images.ajkerpatrika.com/original_images/tmm_MLAQ71y.jpg)
ফাইনালের আগে আয়োজকদের কেন দুষলেন তামিম
২০২৩ বিপিএলের আগে ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম মেট্রোরেলে ট্রফি নিয়ে ছবি তুলেছিলেন। গত বছর এমন আয়োজন করা হয়েছিল ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। অথচ এবারের বিপিএল ফাইনাল নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। তামিম ইকবালের মতে পরিকল্পনার অভাবের কারণে এমনটা দেখা যায়নি।
মিরপুর শেরেবাংলায় আগামীকাল ফাইনালে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। ফাইনালের আগে আজ গত দুই বারের মতো ঘটা করে ফটোসেশন হয়নি। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম উল্লেখ করেছেন গত বিপিএলের কথা। সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘হ্যাঁ নিয়েছিল (বিসিবির গতবার ফাইনালের আগে ফটোসেশন) । আমি এ কথাটা বলছিলাম যে আমাদের এখানে দোষ আছে। এই জিনিসটা যদি আরও ভালোভাবে পরিকল্পনা করা যায়...আমি যে কারণে যাইনি কারণ, তার আগের রাতে আমি সেমিফাইনাল খেলেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার সেখানে যাওয়া অসম্ভব ছিল। আমি নিশ্চিত, এটা হলে ভালো হতো। তবে ওই পরিকল্পনা যদি আগে থেকে জানা থাকে, যে দল ফাইনালে যাবে, পরিকল্পনাটা এমন। এটা খুব গুছিয়ে আয়োজন করা যেত।’
২০২৪ বিপিএলেও তামিম ছিলেন বরিশালের অধিনায়ক। আরেক ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বে ছিলেন লিটন দাস। তবে তামিমের মতো লিটনও যাননি ফাইনালের আগে ফটোসেশনে। কুমিল্লার প্রতিনিধি হয়ে গিয়েছিলেন জাকের আলী অনিক আর বরিশালের পক্ষ থেকে মেহেদী হাসান মিরাজ গিয়েছিলেন। এই প্রসঙ্গে তামিম বলেন,‘দুই অধিনায়ক কে গিয়েছিল? মিরাজ ও জাকের আলী অনিক। তবে যাওয়া উচিত ছিল আমার এবং লিটন দাসের। আমাদেরও তো দোষ আছে। আমরা সেই জিনিসটা করিনি।’