You have reached your daily news limit

Please log in to continue


মাথায় টাক লাল লেহেঙ্গা ও শরীরভর্তি গহনায় বিয়েতে কনে

সবাই চান, বিয়ের কনেকে দেখে যেন তাক লেগে যায়। পোশাক, মেকআপ থেকে চুলের কায়দা— সর্বত্রই যেন নতুনত্বের ছোঁয়া থাকে। কনের মাথায় চকচকে টাক কি সেই সাজেরই অঙ্গ? 

বিয়ের কনেকে দেখে সবার যেন তাক লেগে যায়। সব পুরুষই তো এটাই চায়। পরনে লাল রঙের লেহেঙ্গা, টাক মাথা শরীরভর্তি গহনা— এমন সাজেই আত্মীয়স্বজনে ভরা বিয়ের মণ্ডপের দিকে ছুটে আসছেন কনে। উল্টো দিকে অপেক্ষারত হবু বর। কনের মাথার ওপর থেকে লাল রঙের অর্ধস্বচ্ছ ভেল ঝুলছে প্রায় পেট পর্যন্ত। নিখুঁত সাজ।

এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু পরের চেপ্টার-বিয়ের মণ্ডপে আসতেই সবাই অবাক। কনের মাথায় একটিও চুল নেই। আপনার তাৎক্ষণিক মনে হতে পারে— সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার নেশায় চলছে বিশেষ কোনো একটি নাটকের শুটিং। তা কিন্তু মোটে নয়; এটা ডিজিটাল যুগের নেটদুনিয়ার ভাইরাল রীতিনীতির এক মাধ্যম, যাকে নতুনত্বের নেশা, নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার নেশা। আর তা না হলে বিয়ের সাজে এমন ছন্দপতন কেন হবে? আদৌ মোটেই তা সত্যি নয়। তা হলে আসল সত্যিটা কি? 

আমেরিকাবাসী ভারতীয় বংশোদ্ভূত ফ্যাশন-প্রভাবী নীহার সচদেবের এই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঠিকই, তবে তার নেপথ্যে ছিল না কোনো ভুয়া ‘কনটেন্ট’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন