বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে মার্কিনিকে চায় যুক্তরাষ্ট্র

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৮

মার্কিন নাগরিককে প্রধান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সংস্কারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা মেনে নেওয়া হলে দেশটি সংস্থাটিতে থেকে যাবে। মার্কিন সরকারের দুটি সূত্র বিষয়টি জানিয়েছে। এ ছাড়া, এই প্রস্তাব সংশ্লিষ্ট কিছু নথি বার্তা সংস্থা রয়টার্স পর্যালোচনা করেছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্কারে কটি পরিকল্পনা তৈরি করেছে। পরিকল্পনা অনুসারে এক মার্কিনিকে সংস্থাটির ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হবে। প্রস্তাবনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র দ্রুতই সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা ঘোষণা দিকে পারে। এর পরপরই দেশটি সংস্থাটিকে ঘিরে নিজেদের চূড়ান্ত পরিকল্পনা নিয়ে আগাতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান প্রধান তেদরস আধানম ঘেব্রেইসাসের মেয়াদ ২০২৭ সালে শেষ হবে। যুক্তরাষ্ট্র চায়, তখন তারা একজন মার্কিন কর্মকর্তাকে ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ দেবে। এর আগে, গত জানুয়ারি মাসের ২০ তারিখে দায়িত্ব গ্রহণ করেই নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সংস্থাটি থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। আগামী বছরের মধ্যে এই প্রক্রিয়া কার্যকর হতে পারে। এর ফলে, সংস্থাটিকে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে হতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় দাতা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও