![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2025February/dhanmondi-32-vandalize-060225-25-1738834758.jpg)
বত্রিশে কী করেছেন? ডিএমপি কমিশনার বললেন, ‘চেষ্টা করেছি’
যে প্রশ্ন অনেকেরই মনে ঘুরছে, সেই প্রশ্নটিই করলেন একজন সাংবাদিক। ডিএমপি কমিশনার উত্তর দিলেন মরিয়া কণ্ঠে।
ওই সাংবাদিক জানতে চেয়েছিলেন, বুধবার রাতে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ঠেকাতে পুলিশের কী উদ্যোগ ছিল।
ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উত্তরে বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে ছিলাম।”
সেখানে সাংবাদিকদের ওপরও হামলা হয়েছে– এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডিএমপি কমিশনার বলেন, “আমি কাল রাত দুইটা-আড়াইটা পর্যন্ত সেখানে ছিলাম। সাংবাদিকদের ওপর হামলার কোনো তথ্য আমি পাইনি।”
বৃহস্পতিবার ঢাকার উত্তরায় কাউন্টার ও ই-টিকেটিংয়ের মাধ্যমে বাস সেবার উদ্বোধনী অনুষ্ঠানে এসে ধানমন্ডির ঘটনা নিয়ে সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন।
আগের রাতে ‘বুলডোজার মিছিলের’ ঘোষণা দিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু ভবন। ধানমণ্ডি ৫ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধা সদন পুড়িয়ে দেওয়া হয়।