![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2025%2F02%2F05%2F294325986_10210092394344128_1101351826966473364_n-332ea122024496f895f409718038b64e.jpg%3Fjadewits_media_id%3D960622)
ভ্রমণেও চুল ঝলমলে রাখতে কী করবেন?
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২২
ভ্রমণ মানেই রুটিন জীবনকে টাটা বাই বাই জানানো। এতে যেমন একঘেয়ে জীবন থেকে খানিক দূরে যাওয়ার ফুরসত মেলে, তেমনি আবার কিছু বিড়ম্বনাও কিন্তু পোহাতে হয় এই কারণেই। রূপচর্চার রুটিনেও বাধ সাধে অবকাশ। দেখা যায় ভ্রমণের সময়টাতে চুল অতিরিক্ত রুক্ষ বা শুষ্ক হয়ে গেছে। কারোর কারোর ক্ষেত্রে আবার চুল তৈলাক্ত হয়ে পড়ে মাত্রাতিরিক্ত। ভ্রমণে চুল সামলাতে কী করবেন? টিপস জেনে নিন।
- ভ্রমণের সময় কখনও চুল খুলে রাখবেন না কিংবা ফ্যান্সি হেয়ার স্টাইল করবেন না। সবসময় আরামদায়কভাবে স্টাইল করবেন চুল। খোঁপা কিংবা বেণিতে আটকে নিন চুল।
- হেয়ার স্কার্ফ, ক্লিপ কিংবা রাবার ব্যান্ড হাতের কাছেই রাখুন। প্রয়োজনে ঝটপট যেন বের করা যায়।
- ভ্রমণের সময় চুলের তেলেতেলে ভাব দূর করতে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
- যাত্রা শুরুর আগেই সময় নিয়ে ডিপ কন্ডিশনিং করে নিন চুল। এতে বেশ কিছুদিন চুলের আর্দ্রতা বজায় থাকবে।
- সমুদ্র কিংবা সুইমিংপুলে নামার আগে এক গ্লাস পানিতে কয়েক ফোঁটা লিভ অন কন্ডিশনার মিশিয়ে ঝাঁকিয়ে স্প্রে করে নিন চুলে।
- চুলগুলোকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচানো খুবই জরুরি। এজন্য হ্যাট, ছাতা কিংবা স্কার্ফ ব্যবহার করুন।
- ট্যাগ:
- লাইফ
- ভ্রমণ
- চুলের পরিচর্যা