বিশ্বের দামি ১০ কলম, সর্বোচ্চ মূল্য ৯৭ কোটি টাকা

প্রথম আলো প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫

কলম নিছক লেখার উপকরণ নয়, দীর্ঘদিন ধরে কলমের মধ্য দিয়ে ইতিহাস ও রুচিশীল কারুশিল্পকে ফুটিয়ে তোলার প্রবণতা দেখা গেছে। মিসরীয় লেখকদের ব্যবহৃত প্রাচীন নলখাগড়া থেকে শুরু করে ১৯ শতকের ফাউন্টেন পেন পর্যন্ত নানা রূপে বিবর্তিত হয়েছে কলম। ২০ শতকের গোড়ার দিকে মূল্যবান ধাতু ও পাথরে সজ্জিত বিলাসবহুল কলমগুলো মর্যাদা ও শৈল্পিকতার প্রতীক হয়ে উঠেছিল। আর বর্তমান সময়ের কলমগুলোয় সূক্ষ্ম নকশা ও ব্যক্তিগত অভিব্যক্তির প্রকাশ দেখা যায়। আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান সদবির সহযোগী প্রতিষ্ঠান দুবাই সদবি’স ইন্টারন্যাশনাল রিয়েলটির ওয়েবসাইটে বিশ্বের দামি ১০ কলমের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা অনুযায়ী দামি কলমগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও