![](https://media.priyo.com/img/500x/https://media.prothomalo.com/prothomalo-bangla%2F2025-01-28%2Fs466m1bv%2Ffatimasanashaikh16996181433232953770160428980279243784.jpg?rect=110%2C0%2C1215%2C810&w=622&auto=format%2Ccompress&fmt=avif)
জটিল চরিত্র আকর্ষণ করে ফাতিমাকে
প্রথম আলো
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪
শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেছিলেন ফাতিমা সানা শেখ। আমির খানের ‘দঙ্গল’ ছবিতে ‘গীতা ফোগট’ চরিত্রে সবার নজর কেড়েছিলেন। এরপর বড় পর্দা ও ওটিটিতে একের পর এক প্রকল্পে অভিনয় করে সবার প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকেই চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয় করে এসেছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বড় পর্দা হোক বা ওটিটি, সব সময় তাঁকে জটিল ও চ্যালেঞ্জিং চরিত্র বেশি টানে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় ঘিরে কিছু কথা বলেন ফাতিমা।