শেষ পর্যন্ত অভিযুক্ত হচ্ছেন নারী ফুটবলাররাই
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২০
মধ্যবিরতি চলছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের। ফেডারেশন কাপের পরের ম্যাচ আরো দুই মাস পর। মাঠে খেলা না থাকলেও দেশের ফুটবল এখন মিডিয়ায় সরগরম। আর সেই সরগরম নেতিবাচক খবর নিয়ে। ইংলিশ কোচ পিটার বাটলার ও বিদ্রোহী ১৮ নারী ফুটবলারদের নানা খবর এখন আলোচনার শীর্ষে। কোচ ও খেলোয়াড়দের পাল্লাপাটি বয়কটের ঘোষণার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে জাপান প্রবাসী ফুটবলার মাতসুশিমা সুমাইয়ার উত্থাপন করা হত্যা ও ধর্ষণের অভিযোগ। এ নিয়ে বুধবার তিনি মতিঝিল থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
পরিস্থিতি রীতিমতো ঘোলাটে। বাফুফে গঠিত বিশেষ কমিটির কাছে ১৮ ফুটবলার ও কোচ বক্তব্য দিয়ে তাদের সিদ্ধান্তে অনঢ় থাকার কথা বলেছেন। ১৯ জনের সঙ্গে কথা বলার মধ্যে দিয়ে তদন্ত প্রক্রিয়া শেষ করেছে বিশেষ কমিটি। আজ বৃহস্পতিবার তারা প্রতিবেদন জমা দেবে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে।