![](https://media.priyo.com/img/500x/https://static.bonikbarta.com/original_images/editorial_A5fdPdi.jpg)
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়ে দেয়া সমাধান নয়
সারা বিশ্বে দুই ধরনের বাজার পরিচালিত হয়—নিয়ন্ত্রিত ও মুক্তবাজার। সরকার নিয়ন্ত্রিত বাজারে বেসরকারি কোম্পানির কোনো অধিকার থাকে না। সরকারই দাম নির্ধারণ করে, যেমন ইরান ও ভেনিজুয়েলায় নিয়ন্ত্রিত বাজার। সেসব দেশে উচ্চ মূল্যস্ফীতি থাকায় এ রকম নীতি অনুসরণ করা হয়ে থাকে। কারণ প্রতি বছরই এসব দেশের মুদ্রার ১০০-১৫০ শতাংশ অবমূল্যায়ন ঘটে। ফলে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়।
বিশ্বের বেশির ভাগ দেশে মুক্তবাজার পরিচালিত হচ্ছে। মুক্তবাজার কেন এত জনপ্রিয়? নিয়ন্ত্রণ ও দাম নির্ধারণ কৌশল খুবই ভালো কৌশল। এ বাজারে চাহিদা-জোগান, নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক বাজারসহ বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। বাজারকে খুব বেশি নিয়ন্ত্রণ করলে তখন এ উপাদানগুলো আয়ত্ত করা সম্ভব হয় না। বাজার যত দ্রুত ওঠানামা করে এবং বাজারের উপাদানগুলো যত দ্রুত ওঠানামা করে, সেটি রেগুলেশনের মাধ্যমে সম্পূর্ণভাবে আয়ত্ত করা যায় না। এ কারণে মুক্তবাজারে হয় বেশি নতুবা কম কাজ করে। এর ফলে বাজারে স্পেকুলেশন বাড়ার সুযোগ থাকে।