ভালো কিছুর প্রত্যাশা ফেরারির

বণিক বার্তা প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭

ইতালির বিলাসবহুল গাড়ি নির্মাতা ফেরারি সাম্প্রতিক জানিয়েছে, গত বছর তারা ১৫৩ কোটি ইউরো নিট মুনাফা করেছে। এক কনফারেন্স কলে কোম্পানির প্রধান নির্বাহী বেনেদেত্তো ভিনিয়া নিশ্চিত করেছেন, ফেরারির প্রথম পুরোপুরি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উন্মোচন হবে আগামী অক্টোবরে। সব মিলিয়ে চলতি বছর আসবে ছয়টি নতুন মডেল। গত বছর ফেরারির মুনাফা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেড়েছে, যা ফ্যাক্টসেটের বিশ্লেষকদের পূর্বাভাস দেয়া ১৪৬ কোটি ইউরোর তুলনায় বেশি। এর মধ্যে শুধু চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) নিট মুনাফা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৩১ শতাংশ বেড়ে ৩৮ কোটি ৬০ লাখ ইউরোয় পৌঁছেছে। এছাড়া পুরো বছরে আয় করেছে ৬৬৮ কোটি ইউরো, অথচ ফেরারির নিজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৬৫৫ কোটি ইউরো।


মুনাফার অংশ বড় আকারে বাড়লেও ইউনিট হিসেবে আগের বছরের তুলনায় ২০২৪ সালে মাত্র ৮৯টি বেশি গাড়ি বিক্রি করেছে কোম্পানিটি, যেখানে সরবরাহ ১ শতাংশ বেড়ে হয়েছে ১৩ হাজার ৭৫২। বেনেদেত্তো ভিনিয়ার মতে, বড় আকারের আয়ের তুলনায় তারা গুণগত মানে বিশ্বাসী। শক্তিশালী পণ্য ও কাস্টমাইজেশনের ক্রমবর্ধমান চাহিদার কারণে ২০২৪ সালের ‘অসাধারণ আর্থিক ফলাফলের’ সম্ভব হয়েছে। এ দৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে চলতি বছরেই ২০২৬ সালের লক্ষ্যমাত্রার বেশিরভাগ অর্জনের আশা করছে ফেরারি। ২০২২ সালের জুনে গৃহীত কৌশলগত পরিকল্পনার অধীনে ফেরারি ২০২৬ সালের মধ্যে ৬৭০ কোটি ইউরো পর্যন্ত টার্নওভারের পূর্বাভাস দিয়েছিল। এতে প্রধান ভূমিকা রাখবে ২০২৩-২৬ সালে বাজারে আসা ১৫টি নতুন মডেল। ভিনিয়া আরো জানান, ফেরারি ব্যবহারকারীর অনেকে নতুন গাড়ির জন্য তাদের কাছেই ফিরে আসেন। ২০২৪ সালে নতুন গাড়ির প্রায় ৮১ শতাংশই বিদ্যমান গ্রাহকরা কিনেছে এবং ৪৮ শতাংশ গ্রাহকের গ্যারেজে এরই মধ্যে একাধিক ফেরারি রয়েছে। গত বছর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা ফেরারির প্রধান বাজার ছিল। এসব অঞ্চলে সরবরাহ আগের বছরের তুলনায় বেড়ে ৬ হাজার ২০৪ ইউনিট হয়েছে। খবরে এএফপি

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও