গ্যালাক্সি জি ফোল্ড নামে ট্রাই ফোল্ড ফোন আনছে স্যামসাং
বণিক বার্তা
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪
হুয়াওয়ে গত বছর বিশ্বের প্রথম ট্রাই ফোল্ড স্মার্টফোন মেট এক্সটি আল্টিমেট ডিজাইন বাজারে এনে তাক লাগিয়ে দিয়েছিল। এবার নিজেদের ট্রাই ফোল্ড ফোন এনে বিশ্ববাজারে প্রতিযোগিতায় নামতে চলেছে স্যামসাং। সংশ্লিষ্ট সূত্র ও ডিসপ্লে বিশ্লেষক রস ইয়ংয়ের বরাত দিয়ে টিপস্টার জানিয়েছে, হ্যান্ডসেটটি আগামী বছর জানুয়ারিতে উন্মোচন হতে পারে। খবর গ্যাজেট থ্রিসিক্সটি।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি তাদের গ্যালাক্সি আনপ্যাকড নামের একটি ইভেন্টে প্রথম মাল্টি ফোল্ড ফোন আনার ইঙ্গিত দিয়েছিল। অনলাইনে এ ডিভাইসের সম্ভাব্য মডেলের নামের ইঙ্গিত পাওয়া গেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে