![](https://media.priyo.com/img/500x/https://cdn.deshrupantor.net/contents/cache/images/900x505x1/uploads/media/2025/02/06/d33b9b850cb43c6b2a5b90899396b3ee-67a431a629e8e.jpg?jadewits_media_id=94133)
মুজিবের বাড়ির বড় অংশ ভেঙে পড়লেই উল্লাস করছেন উপস্থিত জনতা
দেশ রূপান্তর
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩
ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে শুরু হয় উত্তেজনা। সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে (বঙ্গবন্ধু জাদুঘর) ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে করা হয় অগ্নিসংযোগ। পরে একটি ক্রেন, একটি এক্সকাভেটর ও দুটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি।
আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডি-৩২ নম্বরে গিয়ে দেখা যায়, ভারী যন্ত্র দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলছে। ইতোমধ্যে বাড়ির সামনের অংশে চারতলা পর্যন্ত অনেকটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল, ‘স্বৈরাচার সাবধান।’ মাঝে মধ্যে ভবনের বড় অংশ ভেঙে পড়লেই উল্লাস করছেন উপস্থিত জনতা।